বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সান্তাহারে দেশীয় অস্ত্রসহ একজন গ্রেপ্তার 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

সান্তাহারে দেশীয় অস্ত্রসহ একজন গ্রেপ্তার 

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে দেশীয় অস্ত্র বার্মিজ চাকুসহ একজনকে গ্রেপ্তার করেছে সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

সান্তাহার পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ডিউটি পরিচালনা করার সময় উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেব পাড়ার পরিত্যক্ত রেলওয়ে রেস্ট হাউজের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বার্মিজ চাকুসহ দুলাল মণ্ডল (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুলাল মণ্ডল নওগাঁ জেলার সদর থানার জাগেরশ্বর হঠাৎপাড়া এলাকার মৃত জব্বার মণ্ডলের ছেলে।

এ বিষয়ে আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, মঙ্গলবার (২০ জুন) থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

টিএইচ